268 views 0 secs 3 comments

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের ঠাঁই

In Sports
November 16, 2022
কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের ঠাঁই

২০২২ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও কাতার বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেলো বাংলাদেশের পতাকা।

দেশটির দোহা আল কার্নিশ ইসলামিক মিউজিয়াম পার্কে নির্মিত ফ্ল্যাগ প্লাজায় ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলসহ মোট ১১৯ দেশের পতাকা স্থান পেয়েছে। বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ প্লাজায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।


কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বকাপের জন্য যে ৮টি স্টেডিয়াম নির্মাণে করা হয়েছে তাতে বাংলাদেশী প্রকৌশলী ও প্রবাসী শ্রমিকদের রয়েছে বিশেষ ভূমিকা। রাজধানী দোহার কর্নিশ ইসলামিক আর্ট মিউজিয়াম পার্কে ফ্ল্যাগ প্লাজায় নিজ দেশের জাতীয় পতাকা দেখে আনন্দিত প্রবাসীরা। এমন উদ্যোগ গ্রহণ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান তারা।


ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ০৪ দিন। ইতোমধ্যে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন কাতারে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আয়োজক দেশ কাতার।

3 comments on “কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের ঠাঁই
Leave a Reply