
চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাঁশখালী কালীপুর ইউনিয়নে রিজিয়া-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী আ,ন,ম অহিদুল আলমের অর্থায়নে কালীপুর কোকদন্ডী সৈয়দ শাহ বারিয়া (রহ:) মজিদিয়া (রহ:) এতিম খানা ও পালেগ্রাম শাহ রশিদিয়া (রহ:) মাদ্রাসাসহ বিভিন্ন এতিম খানার ছাত্রদের বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় রিজিয়া-আমিন ফাউন্ডেশনের সদস্য সচিব ও কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এ্যাড, আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ.ন. ম ফরহাদুল আলম ছাত্রলীগ নেতা রাকিবুল আলম (সৌরভ) সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।