194 views 30 secs 0 comments

ঢাকার পর্দায় দ্য রক!

In Entertainment
October 22, 2022
rock-in-dhaka-screen

হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’ ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে ঢাকার অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহম্মেদ জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে সিনেমাটি নিয়ে। দর্শকদের চাহিদার কারণে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। অনলাইনে এবং হল কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’র স্পিন-অফ। খবর বাংলানিউজের। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারো কারাবন্দি হন তিনি।

শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি। প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার পারদ ওপরে উঠতে শুরু করেছে।

সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’-খ্যাত ডোয়াইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়াও সিনেমাটির বড় চমক হিসেবে দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে।

ঢাকার পর্দায় দ্য রক!