
দেশের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম দৈনিক যায়যায়দিন হাঁটি হাঁটি পা পা করে ১৭তম বর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে পত্রিকাটি আজ গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে।
জন্মলগ্ন থেকেই যায়যায়দিন দেশের অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, কৃষি, খাদ্য নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনের সরব সঙ্গী হয়ে রয়েছে।তাই এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার সকাল থেকে দেশবরেণ্য ব্যক্তিদের ঢল নামে। তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় যায়যায়দিন পরিবার।

১৭ বছরে পর্দাপণ উপলক্ষে যায়যায়দিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক, এইচআরসি গ্রম্নপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরী সাংবাদিক ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কারো কাছে নতি স্বীকার নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস রেখে নিজস্ব ধারা অনুযায়ী বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে যায়যায়দিন এগিয়ে যাবে সামনের পথে।
এ দিন যায়যায়দিন এর ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ সংবাদপত্র বিতরণকারী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর কার্যনির্বাহী কমিটি।এ সময় উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম সভাপতি, রিয়াজ আহমেদ মামুন সদস্য সচিব, গিয়াসউদ্দিন সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তারা মিয়া।