146 views 1 sec 0 comments

প্রবারণা পূর্ণিমায় ফানুশের আলোয় আলোকিত ফটিকছড়ির আকাশ

In Entertainment
November 21, 2022
প্রবারণা পূর্ণিমায় ফানুশের আলোয় আলোকিত ফটিকছড়ির আকাশ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছেন।

রোববার (০৯ অক্টোবর) ফটিকছড়ির নানুপুর গৌতম বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে প্রার্থনা ও সন্ধ্যায় ২শ’র অধিক ফানুস বাতি উড়ানো হয়।বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্ত রক্ষিত থের এই অনুষ্ঠানের সংঘদান করেন।

এসময় তিনি বলেন, এ প্রবারণা পূর্ণিমায় আমরা একটি সম্প্রতির বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। প্রত্যেকটা ধর্মে আজকের দিনটি খুব পবিত্র। কেননা আজ মুসলমানদের ঈদে মিলাদুন্নবী, হিন্দুদের লক্ষ্মী পূজা এবং বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা। এমনই সম্প্রতির বন্ধনে আমরা বাস করছি। আমাদের পাপকে বর্জন করা এবং নিজের জীবনকে পরিশুদ্ধির মাধ্যমে পূর্ণকর্ম করা।

প্রবারণা পূর্ণিমায় ফানুশের আলোয় আলোকিত ফটিকছড়ির আকাশ

এ ব্যাপারে উপজেলা বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বড়ুয়া রুবেল বলেন- অশুভ কে বর্জন এবং ভালো কে বরণ এটাই হচ্ছে প্রবারণার মূল উদ্দেশ্য। প্রবারণা পালন করেছিলেন গৌতম বৌদ্ধ এ কারণেই। ফটিকছড়ি উপজেলার প্রত্যেকটি বৌদ্ধ বিহারে প্রবারণা উৎসব সকাল থেকে শুরু হয়েছে। এবং সন্ধ্যা থেকে শুরু হয়েছে ফানুশ উড়ানো।

এসময় আরো উপস্থিত ছিলেন, নানুপুর গৌতম বিহারের সাধারণ সম্পাদক বাবু সুপ্টু বিকাশ বড়ুয়া যুগ্ম সম্পাদক বাবু রিটন বড়ুয়া, বাববু জুয়ের বড়ুয়া, নানুপুর বৌদ্ধ প্রগতি সংঘের সাধারণ সম্পাদক বাবু আকাশ বড়ুয়া, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সাংগঠনিক সম্পাদক বাবু জীবক বড়ুয়া কেন্টু, ইউপি সদস্য বাবু প্রশান্ত বড়ুয়া, বাবু সুব্রত বড়ুয়া, বাবু জয়দেব বড়ুয়া প্রমুখ।