491 views 32 secs 2 comments

ফটিকছড়িতে ফেইথের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

In Finance
December 21, 2022
ফটিকছড়িতে ফেইথের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

‘ফেইথ’ এর ব্যবস্থাপনায় ফটিকছড়ির দাঁতমারা গ্রামে মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৪ তম বার্ষিক উরস শরীফ ও মুনাওয়ারা বেগম (রহ.) ১ম ওফাত বার্ষিকী স্মরণে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু শিবির কার্যক্রম, দন্ত চিকিৎসা, ডায়বেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।

মা ও শিশু হাসপাতাল এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমদে আবু নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

মুনাওয়ারা বেগম (রহ.) স্মরণে চক্ষু শিবির কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা ভূমি সহকারী কমিশনার এএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের প্রফেসর ড. হানিফ সিদ্দিকী, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী, দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, বাগান বাজার ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু, ফেইথের সভাপতি মো. সেলিম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাঁতমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ জাফর চৌধুরী। বক্তব্য রাখেন ফেইথের উপদেষ্টা আল্লামা শায়েস্তা খাঁন আযহারী, সাধারণ সম্পাদক ডা. মো. সায়িয়ুল করিম চৌধুরী। কোরআন খতমের মোনাজাত করেন আল্লামা শায়েস্ত খাঁন আযহারী। উপস্থিত ছিলেন ফেইথের কর্মকর্তা ফজলুল হক ফজু, সৈয়দ মোহাম্মদ হাবীব, এসএম শাহাবুদ্দিন, মোর্শেদুল করিম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

ফটিকছড়িতে ফেইথের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

2 comments on “ফটিকছড়িতে ফেইথের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
Leave a Reply