185 views 1 sec 0 comments

গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ইউএনও’র টিফিন বক্স বিতরণ

In Entertainment
November 05, 2022
Tiffin box distribution by UNO

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের প্রান্তিক গ্রামের নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুজিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার (১৯ অক্টোবর)পরিদর্শন করেন ইউএনও হাসান মারুফ।

পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক বিষয় দেখার পাশাপাশি গুজিখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ করেন তিনি।

এসময় রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,গুজিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা খাতুনসহ অন্যান্য শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতি ও দেশ গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখেন মায়েরা। শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষকদের সুসমন্বয় জরুরি।

চেয়ারম্যান জনি বলেন, ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করতে এসব উদ্যোগ কাজ করবে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম বলেন, প্রান্তিক গ্রামের শিশুদের স্কুল,পড়াশোনামুখী করতে এবং ঝরে পড়া রোধে ইউএনও সাহেবের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।