144 views 1 sec 0 comments

বাঁশখালীতে এতিম ছাত্রদের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসীর বস্ত্র বিতরণ

In Entertainment
November 16, 2022
বাঁশখালীতে এতিম ছাত্রদের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসীর বস্ত্র বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাঁশখালী কালীপুর ইউনিয়নে রিজিয়া-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী আ,ন,ম অহিদুল আলমের অর্থায়নে কালীপুর কোকদন্ডী সৈয়দ শাহ বারিয়া (রহ:) মজিদিয়া (রহ:) এতিম খানা ও পালেগ্রাম শাহ রশিদিয়া (রহ:) মাদ্রাসাসহ বিভিন্ন এতিম খানার ছাত্রদের বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় রিজিয়া-আমিন ফাউন্ডেশনের সদস্য সচিব ও কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এ্যাড, আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ.ন. ম ফরহাদুল আলম ছাত্রলীগ নেতা রাকিবুল আলম (সৌরভ) সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।