
চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে উক্ত বিভাগের অনার্স ২য় বর্ষের ৪ জন ছাত্র-ছাত্রীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নগদ অর্থ বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসান, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম, উপাধ্যক্ষ বিকাশ বড়ুয়া, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমা জলিল, মাটিরাঙ্গা কলেজের শিক্ষক প্রদীপ কুমার দাশ, খালেদ জামান, ওবাইদুর রহমান, ফরহাদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।