122 views 1 sec 1 comments

স্বর্গীয় রানী বালা নন্দী স্মরণে সুকুমার চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

In Culture
January 30, 2023

আনেয়ারা মামুরখাইন অগ্রগামী ক্লাবের প্রধান উপদেষ্টা, দক্ষিণজেলা যুবলীগনেতা লায়ন সন্তোষ কুমার নন্দী’র শ্রদ্ধেয় মাতা রানী বালা নন্দীর পরলৌকিক ক্রিয়া, আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ গত ১৪ জানুয়ারী আনোয়ারা উপজেলার মামুরখাইন গ্রামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-মাদার তেরেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, বাঁশখালী ঋষিধাম একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সভাপতি বাবু সুকুমার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম টিটু, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক সুরজিত দত্ত সৈকত, চটগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য বাবু সমীরণ মল্লিক, সহ-অর্থ সম্পাদক প্রকৌশলী তুহিন রায় চৌধুরী, চান্দগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিউটন মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ, আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, রাজনীতিবিদ নুরুল হুদা চৌধুরী, সমাজসেবক পংকজ চৌধুরী, টিটন চৌধুরী, ছোটন নন্দী সহ বিভিন্ন রাজনীতিবিদ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদেরকে একদিন অবশ্যই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। বেঁচে থাকাকালীন সময়ে আমাদেরকে সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণ কাজে এগিয়ে আসতে হবে।

আজ লায়ন সন্তোষ কুমার নন্দী তাঁর মাতার স্মরণে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ তা সত্যিই প্রশংসার। এভাবেই আমাদেরকে জনকল্যাণমুলক কাজে প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে হবে।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
ছোটন নন্দী

One comment on “স্বর্গীয় রানী বালা নন্দী স্মরণে সুকুমার চৌধুরীর শীতবস্ত্র বিতরণ
Leave a Reply